
ন্যায়পরায়ন, সৎ ও নিষ্ঠাবান বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনকে বদলিজনতি বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে গৌরনদী ছাত্র সমাজের পক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এস মাসুদ, সহসাংগঠনিক সম্পাদক কায়েস আহম্মেদ, ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদ, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমূক।