
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাঁ মার্কেট সংলগ্ন আমেরিকান প্রবাসী ও বিএনপি’র অঙ্গসংগঠন কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ইউএসএ) কবির হাসান মৃধার বাড়িতে সশস্ত্র হামলার ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ভাইরাল হলেও পুলিশ মামলা নেননি অবশেষে দ্রুত বিচার আদালতের বিচারকের নির্দেশে মামলা নিল উজিরপুর মডেল থানা পুলিশ। ২৬ জুলাই সকাল ৯ টায় সন্ত্রাসীদের জিমি দশা থেকে মুক্তি পেতে শ্রমিক দলের সাবেক নেতা আলম মৃধার বাড়িতে এসে সংবাদ সম্মেলন করলেন মামলার বাদি প্রবাসীর বোন রুনু বেগম (৫৫)।
এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ঃ৪০ মিনিটের সময় সন্ত্রাসী সবুজ বয়াতী(৩৫)সুজন বয়াতি (৩৫) ,জালাল বয়াতি (৪২),জাকির বয়াতি (২৮),রাসেল বয়াতি (৩০), নজরুল বয়াতি (৩৫),রানা হাওলাদার (৩৫),শহীদ সরদার (৩৫) এর নেতৃত্বে ২০-২৫ জন পূর্ব থেকেই ১০ লক্ষ টাকা দাবি কৃত চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলার চালায় বিষয়টি বাড়ির লোকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ সময় হামলার প্রতিবাদ করলে প্রবাসীর নিকট আত্মীয় মোঃ সিরাজ বয়াতি (৪২), মিজান বয়াতি (৪৫), সাদিয়া আক্তার ইভা (২০), ও নিপা আক্তার (২৮)কে কুপিয়ে জখম করে।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় সুজন বয়াতি (৩৫), ও নজরুল বয়াতি (৩৫) রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী নিয়ে আমেরিকার প্রবাসী ও কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধার বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরা সহ ব্যাপক ভাঙচুর চালায় এ সময় ঐ প্রবাসীর বাড়ির প্রধান ফটকের তলা লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।
একই সাথে তার পাশের বোনর বাড়ির চারপাশে কাঠ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রবাসীর বড় বোন মামলার বাদী রুনু বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, ঘটনার পর সন্ত্রাসীরা আমার ছেলের মোটরবাইক ছিনিয়ে নিয়ে যায়, আমার বাড়ি থেকে খাসি ধরে নিয়ে কেটে বিরীয়ানী পার্টি করে। একই সাথে আমাদের পুরুষদের কে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আমার বড় ভাই শ্রমিক দলের সাবেক নেতা মোঃ আলম মৃধা মুমূর্ষ অবস্থায় রয়েছে তার জন্য ঔষধপত্র আনতে পারছি না , সন্ত্রাসীরা আমাকে খুন জখমের হুমকি দিচ্ছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মনির জান, প্রভাসীর বাড়িতে চাঁদার দাবিতে দাবিতে হামলার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন, বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক মামলার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বাদি সহ অন্যান্য ভুক্তভোগীরা জানান সন্ত্রাসীরা তাদের বাড়ি অবরুদ্ধ করে রেখেছেন এবং আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে।