জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া-মিলাদ

রাজনীতি

জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গৌরনদীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে সরকারী গৌরনদী কলেজ মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়।দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা। বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কায়েস সিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ শুভ, মিন্টু ফকির, সদস্য জুবায়ের আল মাহমুদ, সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হাওলাদার, আলী হোসেন, মোঃ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহেদ কবিরাজ, সাধারণ সম্পাদক নাঈম সন্যামত, মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সজিব সিকদার, বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাওন গোমস্তা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *