উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রশিক্ষণ সভা,নদী ভাঙ্গন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেকবিতরণসহ বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ সভা,নদী ভাঙ্গন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেকবিতরণসহ বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় দিন ব্যাপী এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ তারেক আজিজ, সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান ও প্রমুখ। এ সময় উপজেলা তামার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার উদ্যোগে ও সভাপতিত্বে উজিরপুর সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গন কবলিত পরিবার ও সম্প্রতি অগ্নিকাণ্ডে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *