শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার-০১ জন।

আদালত

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-গতকাল ১২ই নভেম্বর রোজঃ-মঙ্গলবার ২০২৪ইংসকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ০৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত মোহাজিরাবাদ সাকিনের বাসিন্দা প্রতিবন্ধী ভিকটিম (১৫) কে আসামী দুদু মিয়া (৫২), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-মোহাজিরাবাদ (দক্ষিণ), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার জোরপূর্বক ভাবে ধর্ষণ করে।উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করিলে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ধর্ষক দুদু মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *