
বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-বিগত ২৫শে জুলাই রোজঃ-শুক্রবার সকাল ৮ঘটিকা হইতে বিকাল ৪ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে ২জন,কার্যকরী সভাপতি ২জন,সাধারণ সম্পাদক ২জন,যুগ্ম সম্পাদক ৪জন,সহসম্পাদক ৩জন,সাংগঠনিক সম্পাদক ২জন,দপ্তর সম্পাদক ২জন মোট ৭টি পদে ১৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে সভাপতি আজাদুর রহমান অদুদ,কার্যকরী সভাপতি মোঃশিবলু মিয়া,সাধারণ সম্পাদক মোঃমোবারক মিয়া,যুগ্ম-সম্পাদক শায়েল মিয়া সহসম্পাদক জুয়েল মিয়া,আছলম মিয়া,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক বাবলু আচার্য্য ৮জন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন।
১৭সদস্য বিশিষ্ট কমিটির ৯জন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার মোঃসরোয়ার মজুমদার ইমন সদস্য সচিব আনিছুজ্জামান বায়েছ
গত ৭ই সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪ঘটিকায় বেরীরপাড়স্হ প্রধান কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এত সুন্দর একটা নির্বাচন মৌলভীবাজার জেলাবাসীকে উপহার দেওয়ার জন্য
মৌলভীবাজার জেলা ট্রাক,ট্যাংকলরী,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
শুভেচ্ছান্তেঃ-
বাবলু আচার্য্য
দপ্তর সম্পাদক
মৌঃজেঃট্রাঃট্যাঃকাঃ শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্টঃ২৪০৩।