প্রেসক্লাবের আহবায়কের দায়িত্বনিলেন সিনিয়র সাংবাদিক জহির

দেশজুড়ে



গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষে ৫টি সাংবাদিক সংগঠন বিলুপ্তি করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন গৌরনদী প্রেসক্লাব যাত্র শুরু করেছে। মঙ্গলবার গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দি মুসলিম টাইমস এর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। গৌরনদীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ায় গৌরনদীর সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মনে এক ধরনের উচ্ছাস ও উদ্দীপনা দেখা যায়।
জানা গেছে, ফ্যাসিবাদি আমলে ফ্যসিষ্ট সমর্থিক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের পরিকল্পনায় গৌরনদীর সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়। এ সময় গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উপজেলা রির্পোটার্স ইউনিটিসহ ৬টি গংগঠন হয়। ২০২৪র জুলাই বিপ্লব ৫ আগষ্টের পরে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের উদ্যোগে গৌরনদীতে কর্মরত পৃথক পৃথক ৫টি সংগঠনের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার জন্য গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে সম্মিলিত সাংবাদিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির পেশাগত মর্যাদা রক্ষায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরবর্তিতে সাংবাদিক ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ায় যুক্ত হন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসস্ম¥তিতে সকল সংগঠন বিলুপ্তি করে একটি সাংবাদিক সংগঠনে একীভূত করার সিদ্বান্ত হয় এবং ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান তিনমাস করে দায়িত্ব পালন করেছেন। প্রধান উপদেষ্টা হন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। আহবায়ক জহুরুল ইসলাম জহির বলেন, আগামি ডিসেম্বরে পূর্নাঙ্গ ভোটার তালিকা করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *