প্রতি বৎসরের ন্যায় এবারওশ্রীমঙ্গলে মঙ্গলচন্ডী মন্দিরে আগাম দুর্গাপূজা শুরু ২২ই সেপ্টেম্বর হতে।

ধর্ম

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানের শ্রীশ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রতি বছরের ন্যায় শ্রীশ্রী নবদুর্গা মাতার নবরূপ পূজোর কল্পারম্ভ। এ পূজায় দেবী দুর্গার নয়টি রূপ ধারাবাহিকভাবে পূজিত হবেন।প্রথম দিনে দেবী শৈলপুত্রী, দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘন্টা, চতুর্থ দিনে কুম্মান্ডা, পঞ্চম দিনে স্কন্দমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে পূজিত হবেন দেবী সিদ্ধিদাত্রী।শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই পূজামণ্ডপে চলছে নানান প্রস্তুতি। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে মঙ্গলচন্ডী মাতার মন্দির প্রাঙ্গণ। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, আরতির আলো আর ভক্তদের ভক্তিমূলক গান মিলে সৃষ্টি করবে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর আনন্দের আবহে এবারের এই পূণ্য উৎসব উদযাপন করতে প্রস্তুত শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মানুষ।স্থানঃ শ্রীশ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রম, ইছামতি চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *