ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শংকরসেনা শিববাড়ীতে কমিটি ঘোষণা।

ধর্ম

বাবলু আচার্য্যমৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৯শে আগষ্ট ২০২৫ইং রোজ শুক্রবার সকাল ১১/ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা শিববাড়ীতে অনুষ্ঠিত হল নবনির্বাচিত কমিটি এতে সভাপতি হিসেবে নির্বাচিত হুলেনবাবু সত্যকাম চক্রবর্তীসাধারণ সম্পাদক বাবু দেবাশীষ ধর পার্থকোষাদক্ষ পরেশ চন্দ্র পাল,শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন এর ৫৬৮জনের উপস্থিতিতে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও কোষাদক্ষ নির্বাচন করা হয়।এতে উপস্থিত ছিলেন জয়পুর শচীমাতা অঙ্গনের সম্মানিত সাধারণ সম্পাদক অভিজিত ভট্টাচার্যআরোও উপস্থিত ছিলেন শংকরসেনা শিববাড়ী এলাকার বিশিষ্ট ময়মুরুব্বিগনআপনারা উনাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *