শ্রীমঙ্গলে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমানআদালতের অভিযান’ ৫০০ ঘনফুট বালু জব্দ’

আদালত

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৬ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আখন এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উপজেলাধীন অইজারাকৃত বিভিন্ন বালু মহালসমূহে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে বলে জানা গেছে। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম। জনস্বার্থে একার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *