উজিরপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী, মূল্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন কর্মকার, ক্ষেত্র সহকারি বিকাশ কুমার নাগ, শৈলেন ঘরামী ও প্রমূখ

অনুষ্ঠানে মৎস্য এর উপর বিশেষ অবদান রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়।
একই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *