
শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল, মৌলভীবাজার :
অবশেষে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট সড়কে যাত্রীসেবার নতুন যানবাহন চালু হতে যাচ্ছে “বিসমিল্লাহ এক্সপ্রেস” নন-স্টপ সার্ভিস। ১২টি এসি ও ৪০টি নন-এসি নতুন বাস বিরতিহীন সার্ভিস আগামী মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
পরিচালক সূত্রে জানা গেছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। উদ্বোধনের পর শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের পাশাপাশি সিলেটগামী যাত্রীদের জন্য এটি হবে অন্যতম আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা।
স্থানীয় যাত্রীরা আশা করছেন, নতুন এই নন-স্টপ সার্ভিস চালু হলে সিলেট যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে এত শ্রীমঙ্গল মৌলিবাজার যাত্রীরা খুবই আনন্দিত, যাত্রীরা মনে করেন এই ধরনের বাস সার্ভিস আরো আগে হওয়ার দরকার ছিল ।