শ্রীমঙ্গল প্রতিনিধি
গত ১১ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে ভিকটিম মোঃ সুমন (৪৬), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-ভাগলপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর ইউপি এলাকা হইতে নিখোঁজ হয়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী থানায় জিডি করিলে অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে এসআই/মোঃ হারুনুর রশিদ চট্টগ্রাম সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা এলাকা হইতে গত ১৬ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ সুমন‘কে উদ্ধার করেন। ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে পারিবারিক সমস্যার কারণে নিজে নিজে চট্টগ্রামে আত্মগোপন করেছিল। উদ্ধারকৃত নিখোঁজ ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভিকটিকে খোঁজে পাওয়ায় শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।