উজিরপুরে ঢাকা মহানগর জাসাসের নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাজনীতি

উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর জামে মসজিদে ঢাকা মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নেতার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শুক্রবার বাদ জুম এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় এই নেতা বলেন, আপোসহীন দেশনেত্রী বাংলাদেশের তিন তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বীর মুক্তিযাদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিনী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রত্নগর্ভা “মা” বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিক শুভ হোক এবং তিনি দীর্ঘ আয়ু লাভ করুন। এ উপলক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর জামে মসজিদে উজিরপুর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগরের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ মাহাতাবউদ্দিন সিকদার বুলবুল নিজ এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , মরহুম আরাফাত রহমান কোকে’র রুহের মাহফিরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসুল্লিদের মাঝে তবারক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *