
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উজিরপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম অফিস ও সিআরএসএস এর সহযোগিতায়, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, সফল যুবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন, বক্তব্য রাখেন উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুবতীরা, প্রধান অতিথি মোঃ আলী সুজা উপস্থিত সকরকে শপথ বাক্য পাঠ করান। বক্তব্যে তিনি বলেন ১৮ থেকে ৩৫ বছরের সকল নাগরিক যুব এবং দেশের সম্পদ। তাই মাদক থেকে দূরে থাকতে হবে, একই সাথে চাকরির পিছে না ঘুরে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যুবশক্তিতে পরিণত হতে হবে। একই সাথে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে।