শ্রীমঙ্গল লাউয়াছড়া বল ফিরিয়ে বসত বাড়িতে চলে আসলো একটি সাপ যার নাম পদ্ম গোখরা ।

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গল পূর্বাসা আবাসিক এলাকায় আজ রাত ৮ টার দিকে সিদ্দিকুর রহমানের বাড়ির গেইটের ভেতরে একটি সাপ দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটির প্রজাতি শনাক্ত করেন।

পরিচয় নিশ্চিত হওয়া যায়— এটি একটি পদ্ম গোখরা এই প্রজাতিটি প্রাণঘাতী বিষধর সাপ হিসেবে পরিচিত, যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক।

পরে বিশেষ সতর্কতা ও কৌশলে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। বন বিভাগের উপস্থিতিতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সকলকে এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *