উজিরপুরে গণঅভ্যুত্থানে নিহত দুই বীর শহীদের শ্রদ্ধা জানিয়ে বিবৃতি প্রদান করেন শেরে বাংলা ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি।

রাজনীতি

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুরে দুই শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানিয়ে বিবৃতি প্রদান করেন শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খলিফা।
তিনি বলেন ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার ঢাকায় পুলিশের গুলিতে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী গ্রামের কামাল হোসেন ওরফে শুক্কুর মোল্লার একমাত্র ছেলে মোঃ মিজানুর রহমান মোল্লা(২৫) গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ।
অপর শহীদ বড়াকোঠা গ্রামের মৃত মোঃ চাঁন্দু মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম মোল্লা (২৩) ঢাকায় পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আমরা এই জুলাই বীরদের আত্মত্যাগের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ।
তাই এই বীর শহীদদের আত্মার সম্মানে ও স্মৃতিকে স্মরণ করে বাংলাদেশকে বৈষম্য মুক্ত গণতান্ত্রিক দেশ হিসেবে স্থায়ী ভাবে ধরে রাখতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *