অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত সাধারণ মানুষ – ইঞ্জিনিয়ার সোবাহান

দেশজুড়ে


চব্বিশের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত হয়েছেন। এই স্বপ্ন পূরণে অবিলম্বে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, শুধু জুলাই নয় গত ১৭ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের স্বপ্ন পূরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। গুম, খুন ও নির্যাতনের শিকারদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, এক মাসে গণ অভ্যুত্থান হয়নি। এটি ১৭ বছরের আন্দোলনের ফসল। জনগণ এখন আর প্রতিশ্রুতি নয়, স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায়। আর সে লক্ষ্যেই নির্বাচনই একমাত্র পথ।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে গুম-খুনের শিকার সকল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। শহীদ পরিবারের পুনর্বাসন এবং তাদের স্মৃতিকে ধরে রাখতে স্থাপনার নামকরণ করা হবে।
এর আগে বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *