
শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৫ আগস্ট ২০২৫ খ্রিঃ, সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: ইউসুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার জুলাইযোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সভায় অংশগ্রহণকারীরা ২০২৪ সালের ৫ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে উন্মুক্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান” ছিল জনগণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ প্রতিচ্ছবি, যা বর্তমান প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে চলার অনুপ্রেরণা দেন ।