
গণঅভ্যুত্থানে শহীদ বরিশালের গৌরনদী উপজেলার তিন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন। ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে প্রথমেই উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত শহীদ ইলিয়াস খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। একইদিন উপজেলার কালনা গ্রামে সমাহিত শহীদ ইমরান খলিফার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিনের নেতৃত্বে উপজেলার হোসনাবাদ গ্রামে সমাহিত শহীদ জামালের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা জিয়াদুল ইসলাম, বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী সাহেদ আহমেদ, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করা