ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহি একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে।এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) ভোর ছয়টার দিকে।গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরিত্যাক্ত দোকান ভেঙ্গে খালে পড়ে যায়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ময়মনসিংহ থেকে বরিশালগামী শামিম এন্টারপ্রাইজ (ময়মনসিংহ ব-১৫-০১৭৮) নামের একটি যাত্রীবাহি পরিবহন ভোর ছয়টার দিকে বেপরোয়াগতিতে দুর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশের দোকানঘর নিয়ে খালের মধ্যে পরে যায়।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারের চেষ্টা চলছে।