উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের প্রায়ত প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হাওলাদারের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ আগস্ট শনিবার সন্ধ্যা ছয়টার সময় উপজেলার বামরাইল ইউনিয়নের শানুহার মেছের উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সম্পাদক, উপজেলা যুবদলের ১নং সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন খান। ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিয়া আমীন রাঢ়ী,সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ , বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল বেপারী এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন হাওলাদার।
অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি জিয়া আমীন রাঢ়ী। এ সময় সদ্য প্রয়াত শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শাহাদাত হাওলাদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে তার রাজনৈতিক স্মৃতিচারণ করেন নেতৃবৃন্দ।