
বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ শ্রীমঙ্গলের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় আগামী সেপ্টেম্বর মাসেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইউএনও বলেন, “ব্যবসায়ী সমিতি একটি গুরুত্বপূর্ণ সংগঠন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছি।”
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া, ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ব্যবসায়ীরা ইউএনও’র উদ্যোগকে স্বাগত জানান এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে ইউএনও সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচন সফল করার আহ্বান জানান।