উজিরপুরে পুত্রের হাতে পিতা খুন – ঘাতক পুত্রকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা।

আদালত

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে পিতা খুন।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক পুত্রকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ২৭ জুলাই রোববার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে সময় মসজিদে নামাজে যাওয়ার পথে সাবেক বিদ্যুৎ কর্মী মোঃ শাহ আলম খান(৬৫) কে নিজ পুত্র মোঃ শাহারিয়ার শিমুল (৩৫) কুপিয়ে হত্যা করেন।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাবার গলা আটকে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই পিতা নিহত হন।
জনতা ঘাতক পুত্রকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে পুলিশে সোপর্দ করেন।
প্রতিবেশীরা জানান নিহত সাহে আলমের দুই বিয়ে ঘাতক শিমুল তার প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র তিনি মাদকাসক্ত ও নেশার টাকার জন্য প্রতিনিয়ত তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন। প্রতিবেশীর আরো জানান টাকা-পয়সার দাবিতে আজ সকল ১১ টার সময় পিতার সাথে পুত্রের বাগ-বিতণ্ড হয় তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক শিমুলকে স্থানীয় আটক করলে আমরা তাকে গ্রেফতার করি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *