উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী ও কারিগরি শিক্ষা গ্রহণের বিষয়ে সচেতনামূলক অভিভাবক সমাবেশ।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী সচেতনতামূলক অভিভাবক সমাবেশ ও একই সাথে দক্ষ জনশক্তি গরার লক্ষ্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সকাল ১১ টায় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আলী সুজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিকারপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, বিএনপি নেতা মোহাম্মদ বাবুল খান, শিক্ষক প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন,রেখা আক্তার, প্রতিষ্ঠানটির দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, ছাত্র অভিভাবক প্রতিনিধি মোঃ সজল মোল্লা ও প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন প্রত্যেকটা ছাত্র-ছাত্রীকে শিক্ষার গুণগতমান অক্ষুন্ন রাখতে হবে। সে ক্ষেত্রে পড়াশুনার বিকল্প নাই। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ক্লাসে ও পড়ার টেবিলে আসতে হবে।
সেক্ষেত্রে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষক নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সরকার গুণগত শিক্ষার মান নিশ্চিত করার লক্ষে কঠোর পদক্ষেপ নিয়েছে।
তাই লেখাপড়ার কোন বিকল্প নাই।
অপরদিকে দক্ষ জনশক্তি গরার লক্ষ্যে শিক্ষার্থীদের কে কর্মমুখী শিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। যে সকল শিক্ষার্থীদের টেকনিক্যাল জ্ঞান ও অভিজ্ঞতা থাকেবে তাদের কর্ম ক্ষেত্রে অভাব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *