
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে আত্ম-কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। ২২ জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উজিরপুর উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন রাড়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলার সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি ডি.এম আল আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি ও প্রমূখ।