
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী মোঃ খোকন সরদার, পৌর জামায়াত ইসলামের আমীর আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসেন , শিকারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাসির উদ্দিন, শোলক জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম নাসির ও অপ্রমূখ।
বক্তারা জানান, ২৪জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে।
সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এঘটনার তীব্রনিন্দা জানাই। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।