
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইন, আর সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মোহিতুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, ডা. মো. রকিবুল আলম, এবং কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।
বক্তারা তাদের আলোচনায় বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ, সচেতনতা এবং পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে তরুণ সমাজকে যুক্ত করতে হবে।
সভা শেষে পরিবার পরিকল্পনা খাতে সফলতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ছয়জন মাঠকর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, ছাত্র প্রতিনিধি আরিয়ান নাজমুল, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।