শ্রীমঙ্গল বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টেলালচান চা-বাগান চ্যাম্পিয়ন

খেলা

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-শ্রীমঙ্গল ভাড়াউড়া চা-বাগান মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী।শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় ভাড়াউড়া চা-বাগান মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুনারুঘাটের লালচান চা বাগান ও শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান এফসি।হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচে লালচান চা-বাগান ২-১ গোলের ব্যবধানে ভাড়াউড়া চা-বাগান এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির কনভেনার চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, সখিনা সিএনজি ও এলপিজি অটো গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী মোঃ শের আলী হেলাল চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মিলন দাশগুপ্ত, পিযুষ দত্ত, আলতাফ হোসেন মুর্শেদ, কাজী জায়েদ আহমদ মনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মৌলভীবাজার রেফারি সমিতির সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও ট্রফি এবং রানারআপ দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি রঙ্গিন টেলিভিশন ও ট্রফি তুলে দেন।টুর্ণামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার লাভ করে ভাড়াউড়া চা বাগানের রাজু। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লালচান চা বাগানের রাজন ও ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের রাহুল।খেলা পরিচালনা করেন মোঃ আবুল কাশেম, উজ্জ্বল পাশী, রুমিম আহমেদ ও সিরাজুল ইসলাম সেলু।দর্শকদের বিপুল সমাগমে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, প্রতিবছরই এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে গড়ে তোলা হবে একটি সুস্থ প্রজন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *