
বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে অবস্থিত টুম্পা টি হাউজে বাংলাদেশ চা বোর্ডের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ অভিযানে প্রতিষ্ঠানটির কাছে থেকে ৪০ বস্তা চা জব্দ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ড-চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন। চা শিল্পে মান বজায় রাখা ও অবৈধভাবে বিপণন রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। চা বোর্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।