উজিরপুরে জনতা কর্তৃক মাদকাসহ আটক কৃত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলেন পুলিশ- স্থানীয়দের মানববন্ধনের হুমকি।

আদালত

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূলপাইন বাজারে ০৩ জুলাই বৃহস্পতিবার রাত দশটায় সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তী( ৫০) কে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশের সোপর্দ করে। এ সময় পুলিশ উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে এবং ছেড়ে দেন এস,আই আসাদ।
বিষয়টি স্থানীয়রা জানতে পারলে খোভে ফেটে করেন। মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার বিষয় এস আই আসাদের কাছে জানতে চাইলে তিনি জানান, আটক কৃতকে গণধোলাই দেওয়া হয়েছে এবং মাদক পাওয়া গেছে রাস্তার উপর তাই তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম এর কাছে মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে এস,আই জ্যোতিনময় কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। মাদকসহ আটক কৃত জীবন চক্রবর্তী মূলপাইন গ্রামের অনন্ত লাল চক্রবর্তীর পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *