
বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৩০শে জুন রোজঃ-সোমবার হইতে ২রা জুলাই রোজঃ-বুধবার বিকাল ০৫/ঘটিকা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি সহ যাচাই বাছাই করে।চুড়ান্ত সিদ্বান্ত হবে বলে নির্বাচন কমিশনার সারোয়ার মজুমদার(ইমন) সদশ্য সচিব মোঃ বায়েছ আহমেদ বলেন।এদিকে আগামী ১০ই জুলাই প্রতীক বরাদ্দ ও আগামী ২৫শে জুলাই ৪টি কেন্দ্রে মৌলভীবাজার জেলা ট্রাক,ট্যাংকলরী,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হইবে