
বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য২৮শে জুন ২০২৫ই রোজঃশনিবার শ্রীমঙ্গল শহরেরস্বপ্ন, টেস্টি ট্রিট, বনফুল, রাজমহল সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে পণ্যের মেয়াদ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এ খাদ্য সংরক্ষণ এবং অবৈধভাবে/আমদানিকৃত পণ্য বিক্রির দায়ে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯” এর বিভিন্ন ধারায় ০৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫২,০০০টাকা অর্থদন্ড জরিমানা আদায় করা হয়।