শ্রীমঙ্গলে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট।

আদালত

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-‎অদ্য২৮শে জুন ২০২৫ই রোজঃশনিবার শ্রীমঙ্গল শহরের‎স্বপ্ন, টেস্টি ট্রিট, বনফুল, রাজমহল সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে পণ্যের মেয়াদ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এ খাদ্য সংরক্ষণ এবং অবৈধভাবে/আমদানিকৃত পণ্য বিক্রির দায়ে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯” এর বিভিন্ন ধারায় ০৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫২,০০০টাকা অর্থদন্ড জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *