
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ
বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই নারী নিহত হয়েছে। এছাড়াও আরো শিশুসহ আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটে সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলো-মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চরদংশা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)।
আহতরা হলেন-আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা (৪৫)। এরা সবাই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা।
গৌরনদী থানার ওসি আমিনুর রহমান জানান, একটি ট্রাকে মুন্সীগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের শিশু ও নারীসহ ২০/২২ জনকে নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় পৌছুলে বিপরীতগামী অপর একটি যানবাহনকে সাইড দিতে যায়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদের পড়ে উল্টে গিয়ে পাশের পুকুরে পড়ে। এতে ট্রাকে থাকা সকলেই কম বেশি আহত হয়। এরমধ্যে গুরুতর সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের দুই জনকে মৃত ঘোষনা করা হয়েছে।
ওসি বলেন, বর্তমানে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের দুই প্রান্তে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়েছে।
উদ্ধার কাজে সেনাবাহিনী, উজিরপুর থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস সহায়তা করছে।##