
শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ভোটার তালিকা ও নির্বাচন পরিচালনার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়েছে।
চিঠির মাধ্যমে সমিতির পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করা হয়।
এতে উল্লেখ করা হয়, একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা এবং নির্বাচন পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের সক্রিয় অংশ গ্রহণ প্রয়োজন।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা চিটি এবং ভোটার তালিকা হস্তান্তর করেন,
এসময় উপস্থিত ছিলেন
সভাপতি – ইয়াহিয়া খান ,
সাধারণ সম্পাদক – হাজী মোঃ কামাল হোসেন,
কোষাধ্যক্ষ আব্দুল বাছিত,
কার্যকরী সদস্য – মোঃ আমজাদ হোসেন বাচ্চু ।