শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে গ্রেফতার-০১ জন।

আদালত

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-১৮ জুন ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুর ০২:৪০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই(নিঃ)/সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০২নং ভূনবীর ইউপির অন্তর্গত আলীশারকুল সাকিনে জনৈক মোঃ আমির আলীর বাড়ির দক্ষিন পার্শ্বে খালি জায়গা বালু ভর্তি একটি ০৩ টনি ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য ১। মোঃ খলিল মিয়া (২১), পিতা-মোঃ জহুর আলী, সাং-গোলগাঁও, ০৪নং সিন্দুরখান ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে আটক করেন। তখন ঘটনাস্থল হইতে একটি ০৩ টনি পুরাতন ট্রাক গাড়ি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৫১৬৭ এবং ট্রাকে রক্ষিত ১০০ ঘনফুট সিলিকা বালু উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী পলাতক আসামীগন অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি হইতে বালু উত্তোলন করিয়া ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করিতেছে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক অবৈধ বালু ব্যবসায়ী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *