শ্রীমঙ্গল পৌরসভার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

দেশজুড়ে

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃক চলমান উন্নয়ন কাজের সাইট পরিদর্শন করেছেন, শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
বুধবার ১৮ জুন দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে সাথে নিয়ে পৌর এলাকার পূর্বাশা আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা এবং সোনার বাংলা রোডের চলমান উন্নয়ন কাজের সাইট পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা কর্তৃক চলমান উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দি- ব্রিলিয়ান্ট এর স্বত্বাধিকারী মো. মনোয়ার হোসেন মিলন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রত্যেকটি কাজের সাইটে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কাজের গুণগত মানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে মতামত নেন।
এ সময় তিনি চলমান কাজের গুণগত মানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষের চলাচলের যেন ব্যাঘাত না ঘটে সেজন্য দ্রুত কাজ সম্পাদন করতে ঠিকাদারের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *