উঠানে রাজনীতি-নিয়ে আসলেন শ্রীমঙ্গল উপজেলার নির্যাতিত সন্তান প্রীতম দাশ

রাজনীতি

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- “উঠানে রাজনীতি” নিয়ে গিয়েছিলাম সিলেটের শ্রীমঙ্গলে। এই উঠানের গল্পে সাথে ছিলেন শ্রীমঙ্গলের সন্তান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও স্থানীয় চমৎকার কিছু সংগঠক ভাই বোন।

সদর উপজেলার শাহীবাগ পাড়ায় যে উঠানে প্রথম বসলাম, সে উঠানে যাওয়ার কোন রাস্তা নাই। এ বাড়ির পেছন, সে বাড়ির পেছন দিয়ে যেতে হয়। একটু বৃষ্টি হলেই পানি জমে যায় হাঁটু পর্যন্ত।
অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রিয় মানুষ মারা যাওয়া, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সেবা প্রদান করা হয় তা এই এলাকার মানুষের কখনও না পাওয়া, অভাবের তাড়নায় ভিক্ষা করার মত দুর্দশার কথা- এরকম আরও অনেক সমস্যার কথা শুনলাম। তবে তাদের বিস্ময়ের শেষ নাই, কোন রাজনৈতিক দলের নেতারা এই প্রথম উঠানে এসে তাদের দুঃখ দুর্দশা কথা শুনেছেন, এতেই তারা আপ্লুত। নতুন দিনে তারা শপথ নিয়েছেন, তারা রাজনীতিবিদদের ছল-চাতুরী ধরে ফেলেছে। ভবিষ্যতে তারা কারো সংসদে যাবার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে দিতে চায় না।

রাজনীতিবিদগণ, এই সহজ মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেন। তাদের জন্য আপনি এক পা এগোলে, সে আপনার দিকে দশ পা এগোবে।

লিখেছেন- মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *