
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের সভাপতি এস এম আতিকুর রহমান আতিকের শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪জুন), উপজেলা যুবদলের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ বিএনপির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, যুব নেতা কাজী হারুন, যুব নেতা শেখ নোমান, মীর খালেদুর রহমান খালেদ, সোহানুর রহমান সোহানসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এস এম আতিকুর রহমান আতিকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করে তাঁর প্রতি শুভেচ্ছা জানান। বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও আতিক ভাই দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।