উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা মুড়িবাড়ি- পটিবাড়ি একতা মৎস্য খামারে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষকেরা।স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাতলার মুড়িবাড়ি- পটিবাড়ি নামক বিলে প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে নির্মিত একতা খামার তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার লিটনের নেতৃত্বে ঘেরটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু কৃষকদের অভিযোগ লিটন তার ক্ষমতার অপব্যবহার করে কৃষকদের লিজ মানি না দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করে নেন।৫ আগস্ট এর পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্থানীয় কৃষকরা সাতলা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি জাহিদ ফারুক ওরফে ফারুক বিশ্বাসের নেতৃত্বে ৪৮ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র বরিশাল জেলা প্রশাসক্য উপজেলা, উপজেলা প্রশাসক ও উজিবুর মডেল থানায় দাখিল করা হয়। ফারুক বিশ্বাস জানান, সাতলার ঘের নিয়ে বিগত দিনের জোড়া খুন ঘটনা ঘটেছে, বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে রক্ত সংঘর্ষ করতে পারে। তাই এই রক্তকেই সংঘর্ষ এড়াতে আমরা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু একটি কমিটি গঠনের মাধ্যমে এ মৎস্য ঘেরটি রক্ষা করতে চাই। ঘেরের সাবেক সভাপতি খাইরুল বাশার লিটন বলেন, তিনি দায়িত্ব থাকাকালীন অবস্থায় কল কৃষকদের রেশিয় মোতাবেক লিজের টাকা পরিশোধ করেছেন।