
বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা প্রবীণ ঋত্বিক শ্রী রবীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী (কাব্য ও ব্যাকরণ তীর্থ, ভাগবতরত্ন) ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে রবিবার ১৬ মার্চ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। দিব্যান লোকান স গচ্ছতু।স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী মহোদয়ের বনাঢ্য জীবন নিয়ে শ্রীমঙ্গল শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ার নাট মন্দিরে ১৭ মার্চ দুপুর ১২ ঘটিকায় গীতাপীঠ পারমার্থিক পরিবার ও ভাগবত সংঘের উদ্যাগে এক শোক সভা অনুষ্ঠিত হয়।প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ’র সভাপতিত্বে ও বিকাশ বাড়ৈ এর সঞ্চালনায় গীতা থেকে পাঠ করেন আশিদ্রোন সংস্কৃত কলেজের অধ্যক্ষ বেনুধর ভট্টাচার্য, শোক সভায় বক্তব্য রাখেন কানাই চন্দ্র দেবনাথ, সুনীল চন্দ্র দাশ, অজিত দাশ, মুকুল বিকাশ দেব রায়, দ্বীনবন্ধু দেব, স্বপন রায়, সুনীল বৈদ্য শচী, ষষ্টী রানী দাশ, ড. সনজিৎ সেনরায়সহ আরো অনেকে।স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তীর বনাঢ্য জীবন নিয়ে প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ বলেন, তিনি একজন শুদ্ধ জীবনের মানুষ ছিলেন, তিনি সৎ সংঘের অনুরাগী ছিলেন, ঠাকুর অনুকুল চন্দ্রের অনুসারী ছিলেন, স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী একজন ধার্মিক ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি আমৃত্যু সাদাসিদে জীবনযাপন করতেন।