উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামে ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন খন্দকারের (৪০)ধারালো অস্ত্রের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। থানায় অভিযোগ দায়ের। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় গত ২৪ জানুয়ারি মসজিদের দীঘির লিজের টাকা নিয়ে মসজিদ কমিটির দাতা সদস্য আঃ বারেক খন্দকার (৭০) এর সাথে সাতলা ইউনিয়ন যুবলীগ নেতার বাকবিতণ্ড হয় এক পর্যায়ে যুবলীগ নেতা ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধ বারেকের উপর হামলা চালায়। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এতে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে হামলার শিকার আঃ বারেক খন্দকার জানান, যুবলীগ নেতা মসজিদের দীঘির জমির লিজের ৬০ হাজার টাকার ভাগ দাবি করেন। কিন্তু দিঘির মালিকানা মসজিদ হওয়ায় টাকা মসজিদ ফান্ডে জমা দেন। এতে ঐ নেতা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। এ সময় জাকিরের পুত্র রিয়াদ খন্দকার (১৯)হামলা চালায়। এ বিষয়ে উদয়পুর মডেল থানায় আঃ বারেক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত জাকির হোসেন খন্দকার কে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত ব্যবস্থা নেওয়া হবে।