উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান সভা অনুষ্ঠিত।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় সিআরএসএস সুরক্ষা প্রকল্পের উদ্যোগে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি দূর্গামন্দীর প্রাঙ্গণে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে কিশোর কিশোরীদেরকে নিয়ে বিভিন্ন সচেতনামূলক
র‌্যালী, সচেতনতামূলক ভিডিও প্রদর্শণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সিআরএসএসসুরক্ষা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মি: কিরণ বাড়ৈ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ উজিরপুরের এরিয়া প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার ও বরিশাল এসিও এর এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার মিসেস. সিলভিয়া ডেইজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিসেস. রূপালী রানী বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন আত্মসহায়ক দলের সদস্যবৃন্দ; স্বেচ্ছাসেবকবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ; ইউপি সদস্যবৃন্দ; প্রজেক্ট মনিটরিং অফিসার ক্যামেলিয়া ঝিনি বাড়ৈ; ট্রেইনার সিআরএসএস এথিনা মিলা বল্লভ; প্রজেক্ট এ্যাকাউন্টেন্ট প্রিয়াংকা বিশ্বাস সহ ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ এবং ফিল্ড অর্গানাইজারবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যবে বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের সমাপনী দিনে নারীর অধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে অনেক বাধা রয়েছে। যা আমাদের দেশ ও জাতির জন্য উজ্জল ভবিষ্যতের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের নারীদের যথাযথ সম্মান প্রদর্শন ও যোগ্য মর্যাদা দিতে হবে’। তাহলে আমরা একটা সুন্দর সমাজ, পরিবেশ ও দেশ উপহার দিতে পারবো। উক্ত অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *