
মোহাম্মদ তারিক উদ্দিন, সিনিয়র রিপোর্টার: অদ্য ৮/১২/২০২৪ সকাল ১০ টা থেকে ইসলামী ব্যাংক পি এল সি হেড অফিসের সামনে আর ডি এস ( রুরাল ডেভেলপমেন্ট স্কিম ) এর প্রায় ছয় শতাধিক কর্মী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে ।তাদের দাবি একই ব্যাংকে দুই রকম নীতি চলতে পারেনা।মেইন স্টিম ব্যাংক কর্মকর্তাদের সাথে তারা বিভিন্ন ধরনের বৈষম্য সম্মুখীন হচ্ছে ।১৯৯৫ সাল থেকে এই আর ডি এস কর্মকর্তাদের যাএা শুরু হয়েছিল এই বলে যে ৪/৫ বছর কাজের পর তারা মেইন স্টিমে সংযুক্তির মাধ্যমে চাকরি জীবনে একটি জেনারেল ডেজিকনেশন পাবে কিন্তু গত ২০০৯ সাল থেকে ২০১৬ পযন্ত এই ব্যাবস্তা চালু থাকলেও ২০১৬ সালের পর থেকে এই প্রক্রিয়া কি এক অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়।আজকের আন্দোলন এর মাধ্যমে তারা তাদের দাবি দাওয়া ব্যাংক এর উচ্চ পদস্ত কর্মকর্তাদের উপস্থাপন করতে বিভিন্ন জেলা থেকে তাদের হেড অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।এখানে উল্লেখ্য ইসলামী ব্যাংক এ মোট ৩৩ শত আর ডি এস কর্মকর্তা রয়েছে।