উজিরপুরে আস্থা ফিরাতে আইএফআইসি ব্যাংকের গ্রাহক সম্মেলন।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ও ধামুরা বন্দর আইএফআইসি ব্যাংকের পিএলসি শাখার গ্রাহকদের আস্তা ফিরিয়ে আনতে গ্রাহক সম্মেলন করেন ব্যাংকটি। ৩ নভেম্বর রোববার দুপুর ১২ টায় শিকারপুর উপ-শাখার অফিসার ইনচার্জ প্রবীর হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির বরিশালের মহাব্যবস্থাপক জোবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিচুর রহমান, বিএনপি’র উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা বৃন্দ। অপরদিকে সকাল দশটায় ধামুরা উপ- শাখার অফিসার ইনচার্জ মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের বরিশালের মহাব্যবস্থাপক জোবায়ের হোসেন বলেন ৪৮ বছর পূর্বে প্রতিষ্ঠিত গণ মানুষের ব্যাংক নামে খ্যাত আইএফআইসি ব্যাংকে বর্তমানে গ্রাহক সংখ্যা ১৪ লক্ষ্য। ৫ হাজার কোটি টাকা আমানত রয়েছে এ ব্যাংকে। এ ব্যাংকের সরকারের মালিকানা ৩২.৭৫%। দেশব্যাপী ১৪০৬ শাখা ও উপ-শাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *