উজিরপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার।

আদালত

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধ ভাবে মাছ ধরার সময় মাছ ধরার ট্রলার থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উজিরপুর মডেল থানার এ এসআই মোঃ বেল্লাল হোসেন জানান, বুধবার ১৬ অক্টোবর বিকালে উজিরপুরের সন্ধা নদীতে মাছ ধরা অবস্থায় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে টহলরত অবস্থায় আমরা ধাওয়া করে ধরলে ট্রলারে তল্লাশি চালিয়ে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোর অবস্থানে আছি। জেলেদের কাছে মাদক দ্রব্য থাকতে পারে তা কখনো ভাবিনি।একটি ইঞ্জিন চালিত নৌকা আটকের পর জাল মাছ ও ১৭৫ পিস ইয়াবা উদ্ধার একটি নতুন অভিজ্ঞতা।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *