
গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥বরিশালের গৌরনদীতে ডিশ লাইনের মালিকানা লিখে না দেয়ায় হামলায় চালিয়ে যুবদলের ৪ কর্মী-সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান ফকির ও তার সমর্থকদের বিরুদ্ধে।গুরুতর আহত অবস্থায় ডিশ মালিক যুবদল কর্মী ইব্রাহীম হাওলালাদাকে (৩৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহজাহান বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজলের অনুসারী বলে এলাকাবাসী জানায় ।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডিশ মালিক যুবদল কর্মী ইব্রাহীম হাওলাদার অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত এলাকায় সাধারণ ভাবে ডিশ ব্যবসা করে আসছেন তিনি। গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে বিএনপি নেতা শাহ্জাহান ও বিএনপি কর্মী সরোয়ার চৌকিদার তার (ইব্রাহীম) ডিশ লাইন তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শাহজাহান ও তার সহযোগিরা ইব্রাহীমকে স্থানীয় বিএনপি’র কার্যালয়ে ডেকে নিয়ে ডিশ ব্যবসা লিখে নেওয়ার জন্য জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নিতে চেষ্টা করে। ষ্ট্যাম্পে স্বাক্ষর দিতে রাজি না হলে শাহজাহান ও সরোয়ারের নেতৃত্বে ৬/৭ জন হামলা চালিয়ে তাকে ও তার বন্ধু সুজন কাজীকে বেদম মারধর করে। এ সময় তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসলে হামলাকারীরা যুবদল কর্মী মামুন হাওলাদার, হান্নান ফকিরকে পিটিয়ে আহত করে।বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো. শাহ্জাহান ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ডিশ লাইন দখলের অপবাদ দেয়ার বিষয়টি আমি ডেকে যুবলীগ সমর্থক ইব্রাহিম হাওলাদারকে জিজ্ঞাসা করি। এ সময় আমার সাথে বেয়াদবী করার কারলে জুনিয়ার ভাইদের তাদের হাতাহাতির ঘটনা ঘটে।গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।