মাহফুজুর রহমান মাসুম বরিশাল থেকে \
তৃতীয় ধাপের স্থগিতকৃত উপজেলা পরিষদ নির্বাচন বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়ত-কলম মার্কানিয়ে বিজয়ী হয়েছে সাবেক আওয়ামী লীগ নেতা ও ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিন্ত্রী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস মার্কা প্রার্থী জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত । ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ (চশমা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন (ফুটবল) নির্বাচিত হয়। এবারে আগৈলঝাড়ার নির্বাচনে পুরাতনদের পরাজিত করে নির্বাচিত হয়েছে নতুন মুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তারিখ ছিলো ২৯ মে। প্রকৃত দূরযোগ ‘রেমান’ এর কারে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ৯ জুন ভোট গ্রহনের তারিখ নিরধারন করেন নিবার্চন কমিশন। ৯ জুন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়। ভোট গ্রহনের দিন আগৈলঝাড়ায় ছিলো নিছিদ্র নিরাপত্তা বলায়য়ের চাদরেঢাকাছিলো।
আগৈরঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে যতিন্দ্র নাথ মিস্ত্রী দোয়াত-কলম মার্কায় ভোট পেয়েছেন ২৬ হাজর ৭৬৯ ভোট। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত আনারস মার্কায় ভোট পেয়েছেন ২৫ হাজার ৮৫৯ ভোট।
এছাড়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় বাড়ৈ চশমা মার্কায় ভোট পেয়েছে ২১ হাাজর ২৫৫ ভোটপেয়ে নির্বাচিত হয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ প্রতীকের রফিকুল ইসলাম তালুকদার ৯ হাাজর ২৬১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজা ইয়াসমিন ফুটবল প্রতীকে ২১ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতদম প্রতিদ্বন্দ্বী পবিত্র রানী রায় কলস প্রতীকের ১৪ হাাজর ৬৭ ভোট পেয়েছেন