ঘূর্ণিঝড় রিমালগৌরনদীতে বিদ্যুত ও মোবাইলনেটওয়ার্ক বিরম্বনা

Uncategorized

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়ায় বরিশালের গৌরনদীর নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি লন্ডভন্ড হয়েছে অসংখ্য গাছপালা। ফসলি জমি, রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। সেই সঙ্গে এ পর্যন্ত (মঙ্গলবার) বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ মোবাইল নেটওয়ার্কও বিপর্যস্ত হয়ে পরেছে। বিদ্যুৎ না থাকায় বিকল্প আলোর ব্যবস্থা করতে হচ্ছে মানুষজনকে। তবে বিকল্প আলোর ব্যবস্থা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পাঁচ টাকার মোমবাতি ১০ টাকা, আর ১০ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। আর সেই মোমবাতি কিনতেও দোকানে ক্রেতাদের ভিড়। তারপরেও পাড়ামহল্লার দোকানগুলোতে মোমবাতির সংকট দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *